1. হোম
  2. আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীর। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত হলে ভবিষ্যতে পুনরায় রিমান্ডের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আনিস আলমগীরের জন্য ডিভিশনের আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে গত ১৫ ডিসেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ১৪ ডিসেম্বর জুলাই রেভুল্যুশনারি এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীরের পাশাপাশি মেহের আফরোজ শাওনকেও আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টক শোতে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের উদ্দেশ্যে প্রচারণা চালিয়ে আসছেন, যা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে।

বিপি/ এএস