এসএসসি পাসেই ইউএস-বাংলায় চাকরি

Bangla Post Desk
চাকরি ডেস্ক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
এসএসসি পাসেই ইউএস-বাংলায় চাকরি
ছবি- সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি জিএসই অপারেটর (ড্রাইভার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: জিএসই অপারেটর (ড্রাইভার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

 

প্রয়োজনীয় যোগ্যতা:

সর্বনিম্ন এসএসসি পাস ও ন্যূনতম জিপিএ-৩:০০

কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ন্যূনতম বয়স ২৫ থেকে ৩৫।

প্রার্থীদের অবশ্যই বি আর টি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (হালকা/মাঝারি/ভাড়ী)

চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে

উচ্চতা ৫'৪" (১৬৩ সেন্টিমিটার)

জি এস ই অপারেটর (GSE Operator) হিসেবে যে কোন এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রার্থী কে অবশ্যই অধুমপায়ী হতে হবে।

প্রার্থীর বিরুদ্ধ কোনো ধরনের ফৌজদারী মামলা থাকা যাবে না।

কর্মস্থল:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা)

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম)

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট)

রাজশাহী বিমানবন্দর

যশোর বিমানবন্দর

সৈয়দপুর বিমানবন্দর

দায়িত্বসমূহ:

কর্ম ঘণ্টা: ০৮ ঘণ্টা প্রতি শিফট।

ব্যাগেজ টো ট্রাক্টর, এয়ারক্রাফট টো ট্রাক্টর, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার কন্ডিশনিং ভ্যান, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, বেল্ট লোডার, প্যাসেঞ্জার স্টেপ, এয়ার স্টার্টিং ইউনিট, ক্যাটারিং হাই লিফট সহ গ্রাউন্ড হ্যান্ডলিং এর সকল যন্ত্রপাতি অপারেট করতে হবে।

 

বেতন ও অন্যান্য সুবিধা:

৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। অন্যত্র খাবার বাবদ ভাতা প্রদান করা হবে।

উৎসব ভাতা: প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

চিকিৎসা বিমা সুবিধা।

এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের নিয়মাবলী:

১। আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত

২। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পিছনের) ছবি

৩। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ এর ছবি

৪। শিক্ষাগত যোগ্যতা/সার্টিফিকেট এর কপি

 

উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে এই লিংকে প্রবেশ করে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৫