ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
ফাইল ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমির ২৮ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে জানা যায় ভূমিকম্পের তীব্রতা এতোই বেশি ছিল যে স্থানীয় লোকজন বাসার বাইরে বেরিয়ে আসে। তাদের আশঙ্কা ছিল ঘরবাড়ি ধসে পড়ার। তবে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

কেবল দুই মাস আগেই আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে পূর্বাঞ্চলের কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। গেল ৩১ আগস্টের ৬ মাত্রার সেই ভূমিকম্প কেড়ে নেয় ২ হাজার ২০০ মানুষের প্রাণ। ব্যপক ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ির।

এটিকেই আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। 

এর আগে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

আফগানিস্তানে ২০২১ সালের পোর থেকে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে আসছে। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।