পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

Bangla Post Desk
Bangla Post News
প্রকাশিত:১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘পাহাড় সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। স্থানীয় জনগণ, প্রশাসন ও পরিবেশবাদীদের সম্মিলিত উদ্যোগে পাহাড়ি অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার সম্ভব।’

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের আকবরশাহ্ এলাকায় অবৈধ পাহাড় কাটা রোধে পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন ও পাহাড় সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন।

তিনি প্রশ্ন করেন- অবৈধ দখলকারীরা কীভাবে এসব সংযোগ পায়? যেই হোক, এমনকি পাহাড়ের মালিক হলেও পাহাড় কাটলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘অপরিকল্পিত পাহাড় কাটা ও অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এ ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।’

উপদেষ্টা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা অত্যাবশ্যক। পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।’

পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।