ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি সাংবাদিক রাশেদুল হক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম
ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি সাংবাদিক রাশেদুল হক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক রাশেদুল হক গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন মোহাম্মদ শাহ আলম, অভিভাবক সদস্য মো. ইমাম হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।

এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমোদনসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।