কামরাঙ্গীরচরে ১০০ টন পলিথিনসহ তিনটি কারখানা সিলগালা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
কামরাঙ্গীরচরে ১০০ টন পলিথিনসহ তিনটি কারখানা সিলগালা

রাজধানীর কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট ও মাতবর বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে কারখানা সিলগালা করার পাশাপাশি ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ মন্ত্রণালয় ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানামালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলেন। অভিযান চালিয়ে কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকার দুটি ও মাতবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানার বিদ্যুৎ সরবরাহের মিটার জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করাসহ সিলগালা করা হয়েছে। এ সময় কারখানা তিনটির ভেতরে প্রায় ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিনও সিলগালা করা হয়। এ ছাড়া নমুনা হিসেবে দুই টন পলিথিন ও পলিথিন তৈরির যন্ত্র জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) শওকাত আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম, উপপরিচালক (মনিটরিং) সালাম সরকার, ডিএমপি লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান ও লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমাসহ পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় থানা-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ সহযোগিতা করে।