দিল্লীকে হারিয়ে বায়ুদূষণের শীর্ষে সারায়েভো
বিশ্বের নানা শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সেই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে উদ্বেগজনক অবস্থানে। কিছুদিন আগে ঢাকার বায়ুমান কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও সম্প্রতি আবারও দূষণের মাত্রা বেড়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২০২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
একই সময়ে ৪৫১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৮২), তৃতীয় পাকিস্তানের লাহোর (২২৪), চতুর্থ চীনের উহান (২১৩) এবং পঞ্চম স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো (২১২)।
ঢাকার পর সপ্তম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৯৯), অষ্টম স্থানে কুয়েত সিটি (১৯৭), নবম স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৮৮) এবং দশম স্থানে চীনের চেংদু শহর (১৮৫)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
বিপি/ এএস