জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ছবি- সংগৃহীত

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

এর মাধ্যমে হানিয়া হলেন পাকিস্তানের দ্বিতীয় নারী, যিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন। এর আগে ২০১৫ সালে মুনিবা মাজারি এই পদে নিযুক্ত হয়েছিলেন।

নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে কাজ করবেন হানিয়া। তিনি তার জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাব ব্যবহার করে বিশেষভাবে কন্যাশিশু ও নারীদের পক্ষে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেবেন।

দায়িত্ব গ্রহণের পর হানিয়া বলেন, ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ-যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।