লন্ডনে মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিন

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম
লন্ডনে মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিন
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। ছবি- সংগৃহীত

লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব—১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব।

শনিবার (১৯ অক্টো্র) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার নামকরা শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এ বছরের আয়োজনের বিশেষ আকর্ষণ- বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পর লন্ডনের মঞ্চে গানে গানে মুগ্ধ করতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে থাকছেন বাংলাদেশের প্রখ্যাত তবলাশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল।

এ ছাড়াও লন্ডনের স্থানীয় কয়েকজন মিউজিশিয়ানও যোগ দেবেন তার পরিবেশনায়।

উৎসবের প্রধান সমন্বয়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। আমরা গর্বিত যে, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পী এই মঞ্চে গান করবেন।’

এই আয়োজনে অংশ নিতে সাবিনা ইয়াসমিন গত ১২ অক্টোবর লন্ডনে পৌঁছান।

তিনি বলেন, ‘আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই গোলাম মোস্তফা ও পুরো আয়োজক টিমকে। আমি বহুবার লন্ডনে গান করতে এসেছি, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। মনে হচ্ছে, যেন নিজের মানুষদের মাঝেই ফিরে এসেছি। আজ গানে গানে শ্রোতাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে।’

চন্দন দত্ত জানান, এ উৎসবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। সাংস্কৃতিক পর্বটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। প্রবাসী শ্রোতাদের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। পৃথিবীর যেখানেই যাই, বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়—আমার গান এখনো বেঁচে আছে।’ জানা গেছে, সাবিনা ইয়াসমিন আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

তিন প্রজন্মের শ্রোতার প্রিয় এই কিংবদন্তি শিল্পীর উপস্থিতিতে লন্ডনের আজকের বইমেলা নিঃসন্দেহে রূপ নিচ্ছে এক অনন্য সাংস্কৃতিক উৎসবে—যেখানে বই, সংগীত আর প্রবাসী বাঙালির ভালোবাসা মিলেমিশে তৈরি করবে এক স্মরণীয় দিন।

বাংলা সিনেমার সোনালি যুগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সাবিনা ইয়াসমিনের সংগীতযাত্রা শুরু ১৯৬২ সালে।

শিশুশিল্পী হিসেবে রবিন ঘোষের সুরে ‘নতুন সুর’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এরপর ছয় দশকের দীর্ঘ সংগীতজীবনে তিনি গেয়েছেন হাজারো গান, পেয়েছেন অগণিত পুরস্কার ও ভালোবাসা।

বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী পেয়েছেন একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)।