এক ফ্রেমে শাকিব-ববি

Bangla Post Desk
বিনোদন ডেস্ক
প্রকাশিত:১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
এক ফ্রেমে শাকিব-ববি
ছবি- সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা ববি হকের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন মেগাস্টার শাকিব খান। এফডিসিতে শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি হন এ দুই তারকা।

বুধবার (১৫ অক্টোবর) ববি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তোলা ৪টি ছবি আপলোড করেন। ছবিতে জলপাই রংয়ের শার্ট পরেছিলেন শাকিব। আর কালো টিশার্ট পরেছিলেন ববি।

তাদের হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে কিছু না লিখলেও সাদা কালো রংয়ের দুটি ভালোবাসার ইমোজির সঙ্গে প্রজাপ্রতি জুড়ে দেন নায়িকা

ভক্তরা তার কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

একজন লেখেন, ‘খুব ভালো লাগছে। দুইজনকে মুভি করলে ভালো লাগবে। নতুন মুভি দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘চরম অপূর্ব জুটি। রাজত্ব ছবিটা মনে পড়ে গেলো।’

জানা যায়, বর্তমানে এফডিসিতে শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং করছেনআর ববি করছেনতছনছসিনেমার শুটিংএকই সময় শুটিং চলার দেখা হয় তাদেরএরপর শুটিংয়ের ফাঁকেদুই সেলিব্রেটি আড্ডায় মেতে ওঠেন