হুমায়ূন আহমেদের উপন্যাসের সিনেমায় মোশাররফ-চঞ্চলসহ একঝাঁক তারকা


বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার হুমায়ূন আহমেদ। তার অনেক গল্প-উপন্যাস নিয়েই হয়েছে নাটক সিনেমা। যার মধ্যে বেশিরভাগ তিনি নিজেই পরিচালনা করে গেছেন। সেগুলো কালজয়ী হিসেবে জায়গা করে নিয়েছে। এবার তার দারুণ জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সেখানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের নন্দিত দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এর মাধ্যমে ‘টেলিভিশন’ সিনেমার পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে ডাইনামিক দুই তারকাকে। এদেশের দর্শকের জন্য বিশেষ এই চমকটি নিয়ে আসছেন তরুণ ও প্রতিভাবান পরিচালক তানিম নূর। এর আগে ওয়েব ও টেলিভিশনে গল্প বলার অভিনব ধারা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেইসঙ্গে ‘উৎসব’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেই পেয়েছেন প্রশংসা ও ব্যবসায়িক সাফল্য। আশা করা যাচ্ছে, নিজের দ্বিতীয় ছবিতেও বাজিমাত করবেন তিনি।
তানিম নূর অবশ্য সিনেমাটির ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না। আরও কিছু সময় তিনি নিতে চান। বললেন, কেবল পরিকল্পনা চলছে নতুন সিনেমা নিয়ে।
এদিকে কিছু ঘনিষ্ট সূত্রে জানা গেল, হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ থেকে একই নামে সিনেমাটি নির্মিত হবে। লেখকের দুই পরিবার থেকেই গল্পটি নিয়ে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। আসছে ডিসেম্বরে শুরু হবে এর দৃশ্যায়ন। সিনেমাটি আসছে রোজা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ছবিটি দেখা যাবে একটি স্বনামধন্য ওটিটি প্লাটফর্মে।
আরও জানা গেল, ‘উৎসব’ সিনেমার মতোই ‘কিছুক্ষণ’-এও তারকাদের মেলা বসাবেন তানিম নূর। এতে মোশাররফ ও চঞ্চল ছাড়াও দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। ছবিতে চিত্রা চরিত্রে সাবিলাকে দেখা যাবে বলে জানা গেছে।
‘কিছুক্ষণ’ একটি ট্রেনযাত্রার গল্প। এর শুরু যেমন ট্রেনে, শেষও তেমনি সেই ট্রেনে। পুরো কাহিনিই গড়ে উঠেছে তিনটি চরিত্রকে ঘিরে। তারা হলেন চিত্রা, আশহাব ও আব্দুর রশিদ উদ্দিন।
হুমায়ূনভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত। বহু প্রতীক্ষার পর প্রিয় লেখকের গল্প এবার আসতে চলেছে সিনেমা হলে।