তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা

চলতি বছরের ৫ মে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ সবাইকে চমকে দেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা। এবার মা হওয়ার খবর জানালেন তিনি নিজেই। অর্থাৎ তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা। ১৩ সেপ্টেম্বর তার কোলে এসেছে পুত্রসন্তান।

বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

ইন্সটাগ্রাম পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।

২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিয়ানা ও রকি। ২০২২ সালে রিয়ানা প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। এবার ঘর আলো করে এল তৃতীয় সন্তান। সূত্র: পিপলস।