আবারও প্রেমের গুঞ্জন জায়েদ-মাহির, মুখ খুললেন অভিনেতা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আবারও প্রেমের গুঞ্জন জায়েদ-মাহির, মুখ খুললেন অভিনেতা
ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে আরেক চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানকার একটি সংবাদ মাধ্যমে কাজ করছেন অভিনেতা। তার আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় দেশের জনপ্রিয় তারকাদের।

সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে জায়েদ খানের। এমনকী অতীতেও ছিল দুজনের এমন গুঞ্জন।

একটা সময় ঢালিউডে কান পাতলেই শোনা যেত, জায়েদ-মাহির প্রেমের খবর।

তবে হঠাৎ করেই দুজনকে জড়িয়ে সেই আলোচনা থেমে যায়। এরপর মাহি বিয়ে করে সংসার জীবনেও থিতু হওয়ার চেষ্টা করে। তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি মাহি-জায়েদের দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন। এরপরই শুরু হয় গুঞ্জনতাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদের শিরোনামও হচ্ছে নতুন করে।

তবে জায়েদ খান একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তিনি বলেন, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’

জায়েদ আরও জানালেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই তার সহকর্মী।