হঠাৎই প্রকাশিত হলো জাস্টিন বিবারের নতুন অ্যালবাম 'সোয়াগ ২'


কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই, ১১ জুলাই প্রকাশ পেয়েছিল জাস্টিন বিবারের অ্যালবাম ‘সোয়াগ’। এর ঠিক এক মাস পর, গত শুক্রবার আরও বড় চমক নিয়ে হাজির হলেন এই কানাডিয়ান গায়ক—এবার তিনি উপহার দিলেন ‘সোয়াগ ২’। ৩১ বছর বয়সী এই শিল্পীর নতুন অ্যালবামে রয়েছে মোট ২৩টি গান।
অ্যালবামটিতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন অতিথি শিল্পী, তাদের মধ্যে আছেন টেমস, লিল বি, বাকার, হারিকেন ক্রিস এবং ইডি বেঞ্জামিন। প্রথমে ইউটিউব মিউজিকে মুক্তি পাওয়া এই অ্যালবামটি পরে অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।
'সোয়াগ ২'-এর আগমন নিয়ে ইঙ্গিত মিলেছিল একদিন আগেই—লন্ডনের রাস্তায় বিলবোর্ড ও ওয়েস্ট হলিউডে ব্যানার দেখে ভক্তদের মধ্যে কৌতূহল জেগে ওঠে। বিবার নিজেও ইনস্টাগ্রামে নিশ্চিত করেন যে মাঝরাতে আসছে তাঁর নতুন কাজ।
গত এক মাসে স্টুডিওতে তোলা নানা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করছিলেন বিবার, যা থেকে ভক্তরা ধারণা করেছিল তিনি নতুন কিছু নিয়ে আসছেন। এর আগেও ‘সোয়াগ’ অ্যালবামের ক্ষেত্রেও এমনই এক প্রচারণা কৌশল দেখা গিয়েছিল। এখন পর্যন্ত ‘সোয়াগ’ ও ‘সোয়াগ ২’ মিলিয়ে মোট ৪৪টি গান প্রকাশ করেছেন তিনি।
অ্যালবাম প্রকাশের পরপরই ‘সোয়াগ’ উঠে আসে বিলবোর্ড অ্যালবাম চার্টের দ্বিতীয় স্থানে, আর স্ট্রিমিংয়ের দিক থেকেও রেকর্ড গড়ে।
গত কয়েক বছর ধরে বিবারকে ঘিরে আলোচনার বিষয় ছিল মূলত ব্যক্তিগত সমস্যা, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক টানাপোড়েন। এসবের কারণে গানের জগৎ থেকে খানিকটা দূরেই ছিলেন তিনি। তবে এই দুই অ্যালবামের মাধ্যমে যেন আবারো নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিলেন।
‘সোয়াগ’ নাম নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। অনেকের ধারণা, ২০১২ সালে প্রকাশিত তাঁর জনপ্রিয় গান ‘বয়ফ্রেন্ড’-এর একটি লাইন থেকেই এসেছে এই নাম—যেখানে বলা হয়েছিল, “Swag, swag, swag on you।”
চার বছর পর টানা দুটি অ্যালবাম প্রকাশ করায় শ্রোতা ও সহশিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই জাস্টিন বিবারকে অভিনন্দন জানিয়ে বলছেন, নানা প্রতিকূলতা কাটিয়ে আবার গানে ফিরে এসে তিনি নিজের আসল জায়গায় ফিরেছেন।