মৃত্যুর মুখ থেকে ফিরে আসা: আবুল হায়াতের অদম্য জীবনের পথচলা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা: আবুল হায়াতের অদম্য জীবনের পথচলা

বাংলা নাটক ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আবুল হায়াত শুধু একজন শিল্পীই নন, তিনি জীবনের সঙ্গে লড়াইয়ের এক প্রতীকও বটে। তাঁর জীবনের গল্পে আছে কোমার অন্ধকার, ক্যানসারের ধাক্কা, আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য উদাহরণ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জীবনে ফিরে আসেন। সেই সময়ের অভিজ্ঞতা ছিল তাঁর জীবনের প্রথম বড় ধাক্কা। তবে জীবন এখানেই থেমে থাকেনি।

পরে আরও একটি বড় ধাক্কা আসে ২০২১ সালে, যখন জানা গেল তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মুহূর্তেই যেন সবকিছু থমকে গিয়েছিল। নিজেই বলেছিলেন, চিকিৎসকের মুখে “আপনার ক্যানসার হয়েছে” শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। তবে এখানেই শেষ নয়।

স্ত্রী, সন্তান, ও পরিবারের ভালোবাসা আর মানসিক শক্তির উপর ভর করেই আবার শুরু হয় নতুন লড়াই। চিকিৎসা চলে, চলে সাহস আর ধৈর্যের পরীক্ষা। আবুল হায়াত সেই লড়াইয়ে হার মানেননি, বরং ফিরে এসেছেন আগের মতোই কর্মক্ষম একজন মানুষ হিসেবে।

বর্তমানে ৮০ বছরের এই মানুষটি এখনও নিয়মিত অভিনয় করছেন। প্রতি মাসেই নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকেন। শুধু তাই নয়, তাঁর আত্মজীবনী ‘রবি পথ’ প্রকাশের সময় তিনি সাহস করে জনসমক্ষে জানান নিজের ক্যানসারের গল্প, যেন অন্যরাও অনুপ্রাণিত হতে পারে।