আমিরের ‘অবৈধ সন্তান’ নাম জান! কোথায় থাকেন, তার মা কে?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ আগস্ট ২০২৫, ০২:১৬ পিএম
আমিরের ‘অবৈধ সন্তান’ নাম জান! কোথায় থাকেন, তার মা কে?
ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান ব্যক্তিগত জীবনে বেশ আলোচিত। একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে মিডিয়া পাড়ায়। এবার এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। জানা গেছে আমির খানের রয়েছে অবৈধ একজন সন্তান। খোঁজ মিলেছে তার নাম পরিচয়। খবর: দ্য স্টেটম্যান

ক্যারিয়ার শুরু করার আগেই রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন অভিনেতা। তাদের সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুটো সংসারই ভেঙে গেছে তার।

আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে তার ছোট ভাই অভিনেতা ফয়সাল খান একের পর এক গুরুতর অভিযোগ আনছেন। তার দাবি—“আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এ সন্তানের মা জেসিকা হাইনস। রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এ সম্পর্কে জন্ম নেয় একটি সন্তান।

আমির খানের কথিত সন্তানের মা জেসিকা হাইনসও ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। জেসিকা ব্রিটেনের একজন সাংবাদিক ও লেখক। নব্বই দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য ইন্ডিয়াতে আসেন। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, ‘গুলাম’ (১৯৯৮) সিনেমার শুটিংয়ের সময় আমির খানের সঙ্গে দেখা করেন জেসিকা।

২০০৫ সালে, স্টারডাস্ট ম্যাগাজিন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, জেসিকা-আমির লিভ-ইন সম্পর্কে ছিলেন। এ সম্পর্কে থাকাকালীন জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তখন গর্ভপাত করানোর পরামর্শ দেন। কিন্তু জেসিকা সন্তানের জন্ম দেয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের শুরুতে একটি পুত্রসন্তানের জন্ম দেন জেসিকা। যার নাম রাখেন জান।

২০০৭ সালের দিকে জেসিকা তার জীবন নতুনভাবে গুছিয়ে নেন। লন্ডন-ভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটকে বিয়ে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেছিলেন, “অমিতাভ বচ্চনকে নিয়ে বই লেখার কাজের জন্য দীর্ঘ সময় ইন্ডিয়াতে ছিলাম। তখন উইলিয়াম আমার ছেলে জানের অনেক যত্ন নিয়েছে। সে আমার পুত্রের প্রতি খুবই সহানুভূতিশীল।”

জেসিকার পুত্র জানের কিছু ছবি নিয়ে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও ফিচার হয়েছে। এরপর অনেকে জানের সঙ্গে আমির খানের চেহারার মিল রয়েছে বলেও দাবি করেছেন।