কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম
ছবি : সংগৃহীত

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে বঞ্চিত এই কর্মকর্তাকে গত ৩ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দেয় অন্তবর্তীকালীন সরকার। সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন দেয়া হয়। মুহাম্মদ রফিকুল ইসলাম তার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ডেসকো বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৪ আগস্ট সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জামায়াতপন্থী সচিব খ ম কবিরুল ইসলাম অবসরে যান। এরপর থেকে এই পদ শুন্য ছিল। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে রেহানা পারভীনকে নিয়োগ দেয় সরকার। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) ও প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা। দেশের ইতিহাসে তিনিই প্রথম নারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন পেলেন।