আবার প্রেক্ষাগৃহে সালমান শাহ-মৌসুমী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ আগস্ট ২০২৫, ১১:২৯ পিএম
আবার প্রেক্ষাগৃহে সালমান শাহ-মৌসুমী

৩১ বছর পর আবার সিনেমা হলে মুক্তি পেল সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’। পুরান ঢাকার আজাদ হলে চলছে সিনেমাটি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত সিনেমাটি ওই সময়ে বাম্পার হিট হয়েছিল। এখনো সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব, নাসির খান প্রমুখ।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। প্রথম সিনেমাতেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সালমান শাহ-মৌসুমী জুটি। সেই জনপ্রিয়তার কারণেই পরিচালক শিবলী সাদিক তাঁদের চুক্তিবদ্ধ করেন তাঁর নতুন সিনেমায়। পরের বছর মুক্তি পায় ‘অন্তরে অন্তরে’। এই সিনেমাও ব্যাপক জনপ্রিয় হয়।

জানা গেছে, ৩১ বছর পরেও সালমান শাহ-মৌসুমী জুটির সিনেমাটি হাউসফুল যাচ্ছে। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ডিসি টিকিট। অন্যান্য ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে আরও কম মূল্যে।