‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
ছবি : সংগৃহীত

শবনম ফারিয়া, তাকে দর্শক চেনেন একজন ভালো অভিনেত্রী হিসেবেই। তবে তিনি যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আসেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়। বলা যেতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময়ই সরব থাকেন।

জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। এর আগেও জুলাই আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন, ১ আগস্ট আবারও এ বিষয়ে মতামত জানিয়েছেন এই অভিনেত্রী, সেইসাথে জানিয়েছেন দেশ নিয়ে নিজের ক্ষোভ। বিশেষকরে দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।

পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।

এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”

একদম শেষে এই অভিনেত্রী লিখেছন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’