স্পেশাল পাওয়ার অ্যাক্ট মহাচুরির বন্দোবস্ত ছিল: প্রেস সচিব

Bangla Post Desk
ইউএনবি
প্রকাশিত:০১ আগস্ট ২০২৫, ১২:০১ এএম
স্পেশাল পাওয়ার অ্যাক্ট মহাচুরির বন্দোবস্ত ছিল: প্রেস সচিব

গত ২৯শে জুলাই, ২০২৫ মুক্তি পেলো নন্দিত হিন্দি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-এর দ্বিতীয় কিস্তি। কমেডি ঘরানার ধারাবাহিকটি প্রথম সম্প্রচারিত হয়েছিলো ২০০০ সালে। সেই থেকে ছোট পর্দায় একটানা দীর্ঘ ৮ বছরের রাজত্ব এই অপেরা সোপের। গল্প, চরিত্র, সংলাপ, ও সঙ্গীত; প্রতিটি ক্ষেত্রে সিরিজটির ছিলো স্বতন্ত্র পরিচিতি। এত বছর বাদে সোনালী দিনের সেই চরিত্রগুলোকে আবারও প্রাণবন্ত হতে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা। চলুন, সিরিজের পুরনো তারকাদের দলে নতুন নাট্যশিল্পী আর নির্মাণের নেপথ্যে থাকা নামগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক।

নেপথ্যের কলাকুশলী ও অভিনয়শিল্পীরা

পরিবার কেন্দ্রিক ধারাবাহিকটি তৈরি করেছেন একতা কাপুর। প্রথম কিস্তির মতো এটিও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজী টেলিফিল্মসের ব্যানারেই তিনি তৈরি করেছেন। প্রযোজনা টিমে সাথে ছিলেন মা শোভা কাপুর। রচনায় ছিলেন রাজেশ জোশী, অনন্তিকা সাহির এবং ধীরাজ সার্না। পরিচালনা করেছেন মুজাম্মিল দেশাই এবং খাজা মুঘল।

‘কিউঙ্কি সাস ভি কাভি বহু থি’ থিম সং-এ এবারও শোনা গেছে প্রিয়া ভট্টাচার্যের সেই চিরচেনা কণ্ঠ।

শ্রেষ্ঠাংশে ‘তুলসী’ নিয়ে আবারও হাজির হয়েছেন স্মৃতি ইরানি। তার সাথে মিহির হিসেবে যথারীতি রয়েছেন অমর উপাধ্যায়। নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন শাগুন শর্মা, রোহিত সুচান্তি এবং আমান গান্ধী।

প্রথম পর্বের প্রিমিয়ার হয় স্টার প্লাস চ্যানেলে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারেও শোটি উন্মুক্ত করা হয়েছে।

পুরনো আবহে নতুন কলরব

শুরুতে স্নিগ্ধ সুরের পটভূমিতে সম্ভাষণ জানায় গণপতি মূর্তি। এই আধ্যাত্মিকতার রেশ ধরে একে একে উদ্ভাসিত হতে থাকে ভারতের প্রসিদ্ধ সব মন্দিরগুলো।

গল্পের চরিত্রগুলোকে স্বাগত জানানো শুরু হয় ভিরানী পরিবারের ঐশ্বর্যমন্ডিত পরিবর্তন দিয়ে। ভিরানীরা এখন আগের থেকে আরও বেশি ধন-দৌলত, প্রভাব ও প্রতিপত্তির অধিকারী। বিলাসিতায় কোনও ঘাটতি না থাকলেও কিছু জায়গায় সৃষ্টি হয়েছে শূন্যতা। প্রিয় চরিত্রগুলোর একজন, বাড়ির মাতামহ বা মারা গেছেন। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুধা শিবপুরী।

মূখ্য চরিত্রগুলোর একজন তুলসীর শাশুড়ি সাবিতাও গত হয়েছেন। এই ভূমিকায় অভিনয় করেছিলেন আপারা মেহতা। অবশ্য তার উপস্থিতি একেবারে ম্লান হয়ে যায় নি। তুলসীর ৩৮তম বিবাহবার্ষিকীতে এক মর্মস্পর্শী মুহূর্তের অবতারণা ঘটে। সেখানে তুলসী দেখে যে তার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছেন। সেই চির চেনা লাল বিন্দি এবং সুর্মা দেওয়া চোখ রাঙিয়ে মজার ছলে বকে দিচ্ছেন তাকে। যেন শাশুড়ির অবর্তমানে বেজায় সুখে থাকার জন্য বউকে ভর্ৎসনা করা হচ্ছে।

পুরো পরিবারটি এখন আগের থেকে বেশ ছোট। কেননা হেমন্ত এবং গৌতম শান্তি নিকেতন ছেড়ে চলে গেছেন। দুজনেরই হয়েছে আলাদা আলাদা সংসার। নতুন প্রজন্ম হয়ে মুগ্ধতা ছড়াচ্ছে পরী, অঙ্গদ, আর ঋত্বিক।

তুলসীর স্বামী মিহির এখন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তার প্রতিটি সকাল শুরু হয় কানে ব্লুটুথ আর স্ত্রীর হাতে বানানো প্রোটিন শেক-এ চুমুক দিয়ে।

কালেশ ওরফে গায়ত্রী চাচি এখনও তার পুরনো অভিযোগ নিয়ে পড়ে আছেন। কমলিকা গুহ ঠাকুর্তা অভিনীত এই চরিত্রটির তুলসী-মিহির দম্পতির উপর ভীষণ রাগ। তার অভিযোগ- তারা পরিবারের সবাইকে নির্বাসনে পাঠিয়ে আধুনিক সীতা আর রামের মতো এই পরিবারটাকে শাসন করে চলেছে।

শেষাংশ

একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি 2’ (দ্বিতীয় কিস্তি) বর্তমানে ভক্তদের অপার নস্টালজিয়ার কারণ। তুলসী চরিত্রে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন সোনালী যুগের নাট্য আবহকে মনে করিয়ে দিচ্ছে নাট্যপ্রেমিদের। এই মুগ্ধতাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে অপরিবর্তিত থাকা থিম সং। পুরনো তারকাদের দলে নতুন মুখগুলো পুরনো আবহে নতুন গল্পের পথ বাতলে দিচ্ছে। এটি কেবল নতুনত্বের হাতছানি নয়, একই সাথে সিরিজের স্বকীয়তা অটুট থাকার প্রচ্ছন্ন প্রেক্ষাপট।