মালয়েশিয়ায় বাইসাইকেলে গাড়ির ধাক্কা, দুই বাংলাদেশি নিহত

Bangla Post Desk
BSS
প্রকাশিত:০২ আগস্ট ২০২৫, ০৬:৪২ পিএম
মালয়েশিয়ায় বাইসাইকেলে গাড়ির ধাক্কা, দুই বাংলাদেশি নিহত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। একটি গাড়ি পেছন থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে জোহর রাজ্যের মুয়ারের পারিত সালাম পারিত ইউসুফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাংলাদেশি নাগরিক বাইসাইকেল নিয়ে মুয়ারের পারিত ইউসুফ থেকে উল্টো পথে বুকিত মোড়ের দিকে যাচ্ছিলেন।

এই সময় একটি গাড়ি তাদের বাইসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধাক্কার ফলে তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে দুজনের মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে। 

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনকে মুয়ারের সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তৃতীয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়ি ও তার চালককে খুঁজছে। তারা জনগণের কাছে আবেদন জানিয়েছে, যদি কারো কাছে এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে তারা যেন দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই বাংলাদেশি।

নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।