আসছে ১৬ বছর আগের ‘ইত্যাদি’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
আসছে ১৬ বছর আগের ‘ইত্যাদি’
ছবি : সংগৃহীত

টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ১৬ বছর আগে ধারণ করা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’! ১ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে বলে জানা যায়।  

২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল এই পর্বটি। আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে এক উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি।

এই পর্বে আছে বৃষ্টি নিয়ে একটি গান, পরিবেশন করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আলী আকবর রুপু।

অনুষ্ঠানের অন্যান্য অংশে থাকছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তার ‘আম চিঠি’ প্রকল্প নিয়েও থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।

এছাড়া, রয়েছে নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মণ্ডলের সংগ্রামী জীবনের অনুপুঙ্খ বিবরণ। যিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন দেশের প্রাচীন নিদর্শন সংগ্রহে। পাশাপাশি থাকছে ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহলবিষয়ক একটি বিদেশি তথ্যচিত্র।

সংকলিত পর্বে থাকছে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের জনপ্রিয় নাট্যাংশ, যেগুলো সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়বস্তু নিয়ে তৈরি। দর্শকদের পছন্দের বিভাগ যেমন নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকছে এই পর্বে।

উল্লেখ্য, বরাবরের মতো এই পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।