শিল্পকলায় প্রথমবারের মতো চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম
শিল্পকলায় প্রথমবারের মতো চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান
ছবি : সংগৃহীত

এবারের ঈদুল ফিতর উদযাপনকে আরও আনন্দময় করতে আয়োজন করা হচ্ছে ‘চাঁদ রাতে’ নামের একটি অনুষ্ঠান। যা প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে হতে যাচ্ছে।

আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে অনুষ্ঠানের ফটোকার্ড শেয়ার করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি ক্যাপশনে লেখেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি।

ফটোকার্ড থেকে জানা যায়, আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এটি দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের এক অংশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লেখেন, সিম্পলি ফাটাফাটি আইডিয়া। তবে অনেকে এ আয়োজন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন।