অভিনেতা সতীশ শাহ মারা গেছেন
বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ কিডনি বিকল হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৪।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আজ শনিবার তাকে দ্রুত হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি। অভিনেতার প্রয়াণে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার বন্ধু অশোক পণ্ডিত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু এবং প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি।’
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী সতীশ প্রথমে ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯)-এর মতো ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছিলেন। ৎ
১৯৮৩ সালে চলচ্চিত্র নির্মাতা কুন্দন শাহের কাল্ট ক্লাসিক ‘জানে ভি দো ইয়ারো’-তে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর ভূমিকায় অভিনয় করার পর তিনি ঘরে ঘরে পরিচিত পান তিনি। ছবিটি ছিল একটি ব্যঙ্গাত্মক কমেডি।
দুর্নীতির ওপর নির্মিত এই ব্যঙ্গাত্মক কমেডি ছবিতে শাহ নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং পঙ্কজ কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদেরস সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
এ ছাড়া ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে তার ভূমিকার জন্যও পরিচিত ছিলেন সতীশ।
২০০০-এর দশকের গোড়ার দিকে তিনি রত্না পাঠক শাহ, রূপালী গাঙ্গুলি, সুমিত রাঘবন এবং রাজেশ কুমারের সাথে জনপ্রিয় সিটকম ‘সারাভাই বনাম সারাভাই’ তে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে অভিনয় করেছিলেন।
শাহরুখ খানের ‘কাভি হ্যায় কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’ এবং আমির খানের ‘ফানাহ’ এবং ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বেশ কয়েকটি মূলধারার ব্লকবাস্টার ছবিতেও দেখা যায় তাকে।
