ওমরা ভিসার মেয়াদ কমাল সৌদি

Bangla Post Desk
ধর্ম ও জীবন ডেস্ক
প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
ওমরা ভিসার মেয়াদ কমাল সৌদি
ছবি- সংগৃহীত

ওমরা ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এই মেয়াদ ভিসা ইস্যুর তারিখ থেকে গণনা করা হবে।

তবে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে।

চলতি বছরের জুন মাসের শুরুতে নতুন ওমরা মৌসুম শুরু হওয়ার পর থেকে বিদেশি যাত্রীদের জন্য ইস্যুকৃত ওমরা ভিসার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মাত্র পাঁচ মাসে এত বিপুল সংখ্যক বিদেশি যাত্রী আগমনের ফলে এবারের ওমরা মৌসুম আগের সব মৌসুমের তুলনায় একটি রেকর্ড সৃষ্টি করেছে।

ওমরা ভিসা সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন এনেছে মন্ত্রণালয়।

সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ওমরা ভিসা বাতিল হয়ে যাবে।

সংশোধিত বিধিগুলো আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সূত্র।

ন্যাশনাল কমিটি ফর ওমরা অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, গ্রীষ্ম মৌসুম শেষে মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরা যাত্রীদের ভিড় বাড়তে পারে। তা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য দুই পবিত্র নগরীতে ভিড় ও অতিরিক্ত চাপ কমানো।