পাকিস্তানে ‘নিষিদ্ধ’ হলেন সালমান খান
বেলুচিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বলিউড মেগাস্টার সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানিরা।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের রিয়াদে এক ফিল্মি অনুষ্ঠানে ভারতীয় সিনেমার উন্নতি নিয়ে কথা বলেন সালমান। এরপরই বেলুচিস্তানকে ভিন্ন দেশ বলে মন্তব্য করে বিতর্কে জড়ান।
বিতর্কিত মন্তব্যের জেরে সালমান খানকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার। যা দেশটিতে এ তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত।
মূলত সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয় এ তালিকায়। সালমানের বিতর্কিত মন্তব্যের জেরে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। তবে সালমান খানের বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে বলে দাবি ভক্তদের।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই চলছে পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায় বেলুচিস্তান। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। সালমানের মন্তব্য এই বিতর্ক আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন তারা।
