প্রত্যাশিত সুখবর পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকার এ মঞ্জুরী জ্ঞাপন করে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, সকল প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকগণকে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে।
এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাঁদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তাঁরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন।
এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে বলে জানায় তারা।
বিপি/আইএইচ
আরও খবর
রাকসু জিএস আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি
ইউজিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক স্বাধীন
বেরোবিতে হাদি-আবরারের নামে ভবনের নামকরণ শিক্ষার্থীদের
আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়লেন রাবির আওয়ামীপন্থি ৬ ডিন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবার সফটওয়্যারে