1. হোম
  2. জাতীয়

হাসনাতের পক্ষে মনোনয়ন নিলেন শহীদ পরিবারের সদস্যরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
হাসনাতের পক্ষে মনোনয়ন নিলেন শহীদ পরিবারের সদস্যরা
ছবি: হাসনাতের পক্ষে মনোনয়ন নিলেন শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, জুলাই শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা, শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে একই দিনে কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

বিপি/আইএইচ

ট্যাগ: এনসিপি