এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮
চলতি বছর হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। আর তাতে নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী। একইসঙ্গে আগে ফেল করা ৩০৮ শিক্ষার্থী পাস করেছেন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।
এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছিল। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।
বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
এর আগে গত ১৬ অক্টোবর ফল প্রকাশ পায় এসএসসির। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
