চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর হামজারবাগে নির্বাচনি গণসংযোগে সময় তিনি গুলিবিদ্ধ হন।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি

এরশাদ ছাড়াও আরও ২/৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। তবে কারা গুলি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।