শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ অক্টোবর ২০২৫, ০৩:২২ পিএম
শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
ছবি- সংগৃহীত

টানা ১০ দিন অবস্থান কর্মসূচির পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পর সরকারের সিদ্ধান্ত মেনে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত জানান তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহিদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, শিক্ষার্থীদের ক্ষতিপূরণে শনিবারও শ্রেণি পাঠদান চালিয়ে যাবেন তারা। এ ছাড়া কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
 
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।
 
তিন দফা দাবিতে ১০ দিনের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান শিক্ষক নেতারা।