১৭ ব্যাংকে অর্ধেকের বেশি খেলাপি ঋণ; ছয়টির অবস্থা ভয়াবহ
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট ঋণের প্রায় ৩৬ শতাংশই খেলাপি হয়েছে।
এর মধ্যে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি এবং ছয়টি ব্যাংকে তা ৯০ শতাংশ ছাড়িয়েছে।
সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। এক বছর আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা যায়, ৬১টি ব্যাংকের মধ্যে ২৩টির খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে থাকলেও ১৭টি ব্যাংকের হার ৫০ শতাংশের ওপরে। অর্থনীতিবিদ এম. হেলাল আহমেদ জনির মতে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ব্যাংক খাতের দুর্বল তদারকি খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ।
৯০ শতাংশের বেশি খেলাপি থাকা ছয় ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের অবস্থাই সবচেয়ে খারাপ। পাশাপাশি ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণও আশঙ্কাজনক।
খারাপ অবস্থায় থাকা শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিপি/ এএস