ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে: অর্থ উপদেষ্টা


ব্যবসায়ীদের সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নীতিনির্ধারকদের দুর্বলতা ও ইনিস্টিউশনের সমন্বয়ের কারণে বিজ্ঞানীদের গবেষণা সর্বস্তরে পৌঁছায় না।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ‘বাজার ও শিল্প-গবেষণায় অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আবিষ্কারকে আরও শক্তিশালী করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞানীরা বিদেশে গিয়ে পাবলিকেশন করে নামের জন্য কিন্তু দেশের উপকারে আসে সেই কাজ করতে আগ্রহী কম। তবে বাংলাদেশে বিজ্ঞানীরা সবচেয়ে ভালো অবদান রেখেছেন কৃষি, পশুপালন ও মৎস্য খাতে।
সরকারের দিক থেকে অন্যান্য খাতে আমরা এখনও ভালো করতে পারি নাই বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ।