অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আটক ১১

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আটক ১১

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়ি জেলার গুইমারা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মানিকছড়ি ও উপজেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে গত ৪ দিনে খাগড়াছড়ি জেলায় ৫৮ জনকে আটক করা হলো।

আটকরা হলেন— ছাত্রলীগের গুইমারা উপজেলা সহসভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল, ছাত্রলীগ কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়িতে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ লাল মিয়া, পানছড়িতে যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙ্গা জেলা মুক্তিযোদ্ধালীগের সাধারন সম্পাদক জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা মো. রাসেল ও দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল বেলেন, ‘জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের আটকে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’