বাগেরহাটে পুকুরে মিলল ইট বাঁধা নারীর লাশ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুর থেকে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শারমিন বেগম (৩১)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরকা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল।
পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় জানান তারা। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়।
ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুরে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।