চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৪ এএম
চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকাযর একটি জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।