যশোরে হাজী মহসিনের স্মৃতিস্মারক ইমামবাড়িতে চুরি, নির্লিপ্ত প্রত্নতত্ত্ব বিভাগ


আড়াইশো বছরের পুরাকীর্তির ভবন হাজী মুহাম্মদ মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
রবিবার (৬ জুলাই) মধ্যরাতে ইমামবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এরআগেও সেখানে চুরির ঘটনা ঘটলেও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং নির্লিপ্তই থেকে গেছে।
অভিযোগে জানা গেছে, দানবীর হাজি মুহাম্মদ মহসিনের সৎ বোন মন্নুজান খানম তার জমিদারির আমলে ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াইশ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি।
শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়।
রবিবার রাতে মহররম অনুষ্ঠান শেষে করে বাড়ির গেট বন্ধ করে চলে যান লোকজন। পরে সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে থাকা দেড়শ বছরের পুরোনো রুপার তৈরি দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তি জিনিস, চেয়ার, ফ্যান, অ্যামপ্লিফায়ার ও স্পিকার চুরি হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বেড়ে যায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।’