1. হোম
  2. সারাদেশ

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, শিশুর মৃত্যু

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে এক বর্বরোচিত নাশকতার ঘটনায় দগ্ধ হয়ে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সদর উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়িতে বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। তিনি স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত গভীর হলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে গ্রাস করে ফেললে ভেতরে আটকা পড়েন পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার এবং স্মৃতি আক্তার মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিথি ও স্মৃতির শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিদগ্ধ বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি সুতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। তার বাড়ির অবস্থান ওই বাজারের ঠিক পশ্চিম পাশেই। এই অগ্নিকাণ্ডে তার সারা জীবনের উপার্জিত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানিয়েছেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত কোনো নাশকতা কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।