1. হোম
  2. সারাদেশ

আত্রাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

Bangla Post Desk
আত্রাই সংবাদদাতা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
আত্রাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার
আত্রাই থানা

নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আব্দুস সাত্তার (৬৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার হরপুর খানপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দীনের ছেলে এবং কালিকাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় মিছিলকে কেন্দ্র করে ওই রাতেই পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিপি/আইএইচ