1. হোম
  2. সারাদেশ

ফেসবুকে পরিচয়, অনলাইনে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক

Bangla Post Desk
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
ফেসবুকে পরিচয়, অনলাইনে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক
ছবি- সংগৃহীত

টাকা না দেওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি, ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে র‍্যাব -১১।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ খান (৩৫) রংপুরের দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

র‍্যাব -১১ জানায়, ভিকটিম ও আসামি সবুজ খানের মধ্যে ফেসবুকে পরিচয়, পরবর্তীতে মোবাইলে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সুবাদে সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে থাকেন। ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে সবুজ কৌশলে ভিকটিমের ভিডিও ধারণ করেন। ওই ভিডিও বিভিন্ন অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকার থেকে ৫ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে ৫০ হাজার টাকা আদায় করেন। 

পুনরায় আপত্তিকর ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধাপে ১ লাখ ২০ হাজার টাকা আদায় করেন এবং আরও ৩ লাখ ৩০ হাজার টাকা দাবি করে হুমকি দিতে থাকেন। কিছু দিন টাকা না দেওয়ায় সবুজ ভিকটিমের আপত্তিকর ছবি এবং ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিপি/এসআর