Daily Bangla Post
  1. হোম
  2. সারাদেশ

‘মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন লালমোহনের ৬ কন্যা’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
‘মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন লালমোহনের ৬ কন্যা’
ছবি- সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ছয় কন্যার কৃতিত্বপূর্ণ সাফল্যে আনন্দের বন্যা বইছে

রোববার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার ছয় কন্যা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ছেলেদের তথ্য পাওয়া যায়নি।

উত্তীর্ণ ছয় কন্যার মধ্যে রয়েছেন: এড. মাহবুবুল হক লিটুর কন্যা মাইশা হক আদৃতা (খুলনা সরকারি মেডিকেল কলেজ), ঠিকাদার কামরুল ইসলাম রাসেলের কন্যা কামরুন নাহার সুজানা (জামালপুর সরকারি মেডিকেল কলেজ), সহকারী অধ্যাপক হুমায়ুন কবীরের কন্যা সায়মা কবির আনিকা (ঢাকা মেডিকেল কলেজ), মো. ছিদ্দিকুর রহমানের কন্যা সুমাইয়া আশরাফ সুশমিতা (ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ), সাইদুর রহমান আজাদ এর কন্যা ইশরাত জাহান সাবরিন (ঢাকা মেডিকেল কলেজ), মাকসুদ আলমের কন্যা খাদিজা আলম মীম (রংপুর সরকারি মেডিকেল কলেজ-বিডিএস), এ ভর্তির সুযোগ পায়। লালমোহন উপজেলায় এই সাফল্যে গৌরব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ছয় কন্যার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার যেমন আনন্দিত তেমনি লালমোহন উপজেলাবাসীও গর্বিত। তাদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সফল শিক্ষার্থীরা তাদের অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তারা দেশবাসীর দোয়াসহযোগিতা কামনা করেছেন

এদিকে, তাদের এই সাফল্য লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। অনেকে মনে করছেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব- এই ছয় কন্যার অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

বিপি/ এএস