বাইক পুড়িয়ে জন্মদিন উদযাপন ‘কনটেন্ট ক্রিয়েটর’ মাদক ব্যবসায়ীর
আগুনে ঘেরা ব্যাডমিন্টন কোর্টে খেলা, এরপর নিজের মোটরসাইকেল পুড়িয়ে ফেলা। নিজের ৩০তম জন্মদিনটা এভাবেই উদযাপন করেছেন কক্সবাজারের হ্নীলা এলাকার এক যুবক।
সেই যুবকের নাম শাহ আজম। স্থানীয়ভাবে তিনি আজম সরকার নামে পরিচিত। তিনি স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেনের ছেলে।

শাহ আজম ২০১৯ সালে মাদক কারবারে জড়িত ব্যক্তি হিসেবে আত্মস্বীকৃতি দেওয়া ১০২ জন কারবারির মধ্যে একজন ছিলেন। তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে টেকনাফে আত্মসমর্পণ করেছিলেন।
আত্মসমর্পণের পর দুই বছর কারাবাস শেষে মুক্তি পেয়ে কিছুদিন না যেতেই ২০২১ সালের ২৩ মে এক লাখ ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া সেই ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে পেট্রোল ঢেলে দিচ্ছেন সেলিম নামে এক ব্যক্তি এবং পাশে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছেন শাহ আজম।

পেট্রোল ঢালার সাথে সাথেই ব্যাডমিন্টন কোর্টের চারপাশে আগুন ধরে যায় এবং মোটরসাইকেলটি জ্বলতে শুরু করে। তাৎক্ষণিক সরে যাওয়ায় দুর্ঘটনা থেকে বেঁচে যান সেলিম ও শাহ আজম এবং পরে কিছু যুবক পানি ও বালি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে।
জানা যায় কেবল কনটেন্ট বানানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
শাহ আজম মানবিক কর্মকাণ্ডসহ নিজের বিভিন্ন কাজের দৃশ্যধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রচার করে থাকেন। ফেসবুকে শাহ আজমের ১ লাখ ২৪ হাজার অনুসারী এছাড়াও আছে হাজার খানেক সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল।
পরে এক ভিডিও বার্তায় শাহ আজম বলেন, ‘ভুলক্রমে এই আগুন লেগেছে এবং কেউ যাতে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও না বানায় সে জন্য সবাইকে সচেতনতা অবলম্বন করার অনুরোধ করছি।’
