নারায়ণগঞ্জে ককশিট কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের বন্দরের একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড–এ আগুনের সূত্রপাত হয়। দ্রুতই দাহ্য পদার্থে ভরা কারখানাটির বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন কারখানা ও আশপাশের আরও বড় অংশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ককশিট তৈরির কারখানাটিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে নিশ্চিতভাবে জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ঠিক কত ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
