এবার দেহতত্ত্বে দর্শক মাতিয়ে আলোচনায় মমতাজকন্যা জুলিয়া

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ময়মনসিংহ
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
এবার দেহতত্ত্বে দর্শক মাতিয়ে আলোচনায় মমতাজকন্যা জুলিয়া
শিল্পী মমতাজ বেগমের কন্যা জুলিয়া বেগম। ছবি: সংগৃহীত

বাউল আবুল সরকার ইস্যুতে দেশজুড়ে চলমান বিতর্কের মাঝেই ময়মনসিংহের গৌরীপুরে জীবন ও দেহতত্ত্বের বর্ণনায় দর্শক মাতিয়ে আলোচনায় বাউল শাহ আলম সরকার ও শিল্পী মমতাজ বেগমের কন্যা জুলিয়া বেগম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলায় ফরাজীবাড়ি প্রাঙ্গণে আজিজুল হক ফরাজী চিশতীর ৪র্থ বার্ষিকতে দুই দিনব্যাপী ওরসের শেষ দিনে এ বাউল গানের আসর বসে।

এ সময় ধর্মীয় আলোচনা, দেহ ও জীবনতত্ত্বের বর্ণনা, বাউলগান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ফজর নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, উদ্বোধনী দিনে ধর্ম-কর্ম ও জীবন নিয়ে দর্শকদের মন জয় করেন বাউল ফকির চাঁন ও রুবেল সরকার।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক ফরাজী চিশতী কমিটির সভাপতি সিরাজুল হক মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ও গদিনসিন নাজমুল হক ফরাজি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, স্থানীয় সমাজসেবক আব্দুল বাসেদ কাজল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, অচিন্তপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া, মাজারের পরিচালক মো. দেলোয়ার হোসেন, আঞ্জুরুল হক প্রমুখ।