বন্ধুর হাতে বন্ধু খুন, হত্যার পর অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
বন্ধুর হাতে বন্ধু খুন, হত্যার পর অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম। তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত ছিলেন। কিছুদিন আগেই তিনি ফিরেছিলেন দেশে।

আর অভিযুক্ত ঘাতক, অহিদুল ইসলাম অনিক। হত্যাকাণ্ডের পরপরই তিনি দিয়েছেন নৃশংসতার প্রমাণ। বন্ধুকে হত্যার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ‘চাইনিজ কুড়াল’ নিয়ে ত্রিশাল থানায় এসে আত্মসমর্পণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুনতাসীর ফাহিম (পিতা: বাদল মিয়া) ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া থেকে চার মাস আগে দেশে ফেরেন এবং আগামী ২৫ ডিসেম্বর তার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা অহিদুল ইসলাম অনিক ছিলেন তার বন্ধু।

রাতে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর চাইনিজ কুড়াল নিয়ে আক্রমণ চালায় অনিক। নৃশংস এই হামলায় ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর রাত ৯টার দিকে ঘাতক অহিদুল ইসলাম অনিক হাতে রক্তমাখা কুড়াল নিয়ে সরাসরি ত্রিশাল থানায় চলে আসেন। তিনি ডিউটি অফিসারকে জানান যে তিনি তার বন্ধুকে হত্যা করেছেন। এরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।

অনিকের দেওয়া তথ্য অনুসারে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুনতাসীর ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

নিহত ফাহিমের নানি, মাকসুদা আক্তার, অভিযোগ করেন, ফাহিমকে অনিক ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি দ্রুত হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুস্তফা রুবেল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, ব্যক্তিগত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত অহিদুল ইসলাম অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।