ধামরাইয়ে বাসে দুর্বৃত্তদের আগুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
ধামরাইয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর ধামরাইয়ে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে কেউ না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান।

এরপর হুট করেই সেই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।

চালকের দাবি, দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে এ ঘটনায়।