ভূমিকম্পে নরসিংদীতে প্রাণহানি বেড়ে ৫, সারাদেশে ১০

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক নরসিংদী
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
ভূমিকম্পে নরসিংদীতে প্রাণহানি বেড়ে ৫, সারাদেশে ১০
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নরসিংদী জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদর উপজেলার গাবতলিতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে শিশুসহ ৪ জন আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাফেজ ওমরকে (৮) মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় থাকা তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলেরও মৃত্যু হয়। 

এছাড়া, ভূমিকম্পের সময় ফোরকান (৪৫) নামের এক ব্যক্তি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শিবপুর উপজেলার গাজকিতলা (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাশ উপজেলার ইসলামপাড়া নয়াপাড়া গ্রামের নাসিরউদ্দিন (৬৫) ভূমিকম্পের সময় ফসলী জমিতে কাজ করছিলেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তিনি দৌড় দেন। একপর্যায়ে রাস্তা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। 

অপরদিকে, একই উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) ভূমিকম্পের সময় মাটির ঘরের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূমকম্পের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটিও (প্রডাকশন ট্রান্সফরমার) ভূমিকম্পের ফলে ভেঙে পড়ে। 

এছাড়া, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া উৎপাদন ভূমিকম্পের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানায় জেলা প্রশাসন।

প্রসঙ্গত, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানীসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি ১০/১২ সেকেন্ড স্থায়ী ছিল। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

এদিকে, নরসিংদীর প্রাণহানিসহ ভূমিকম্পে সারা দেশে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।যার মধ্যে রাজধানীতে চারজন এবং নারায়ণগঞ্জে একজন। এছাড়া আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারা দেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।