মোহাম্মদপুরে ১০ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১২ নভেম্বর) র্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা ও বিস্ফোরক উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের তিনরাস্তাসহ আশপাশের এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করেছিল।
উদ্ধারকৃত বোমা ও ককটেল র্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
