এবারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
এবারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’কর্মসূচিতে তাদের নেতাকর্মীদের সৃষ্টি করা নাশকতা এড়াতে ও কর্মসূচীর বিপক্ষে প্রতিক্রিয়া হিসেবে সকাল থেকেই ছাত্রশিবির-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালান।

বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং ১০ মিনিট পরে শিবিরের নেতারা স্থান ত্যাগ করেন। এরপর বেলা ১২টা ৫০ মিনিটের দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা।

এসময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নেন।