৩২ নম্বর থেকে সন্দেহভাজন ৫ জনকে আটক
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে এক কিশোরসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর ভেতর দুই জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়কালে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বাংলা পোস্টকে এসকল তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আটককৃত এক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অপর যুবকের বয়স ২২ বছর। কিন্ত তাদের নাম জানানো হয়নি এখনও।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘ছেলেটার আচরণ সন্দেহজনক ছিল। সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। তার ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে পারে।’
